অ্যাপলের আইওএস–১৭.৩ হালনাগাদের পরীক্ষামূলক (বেটা-২) সংস্করণ গত বৃহস্পতিবার ছাড়া হয়। এতে আইফোন চুরি যাওয়া থেকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি তথ্যের নিরাপত্তাসহ বেশ কিছু সুবিধা যোগ হওয়ার কথা। কিন্তু এই হালনাগাদে দেখা দিয়েছে নতুন সমস্যা। পরীক্ষামূলক এই হালনাগাদের পর আইফোন আর চালু হচ্ছে না, জানিয়েছেন কিছু ব্যবহারকারী।
এ ঘটনার পরদিন গতকাল শুক্রবার হালনাগাদটি ফিরিয়ে নিয়েছে অ্যাপল। অর্থাৎ এখন আর কেউ হালনাগাদটি ব্যবহার করতে পারবেন না।
অ্যাপলের আইওএস-১৭.৩ হালনাগাদে যোগ হতে যাচ্ছে বেশ কিছু নতুন সুবিধা, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য স্টোলেন ডিভাইস প্রটেকশন। এ সুবিধা চালু থাকা অবস্থায় আইফোন চুরি হলে আইফোনের পাসকোড জেনে গেলেও ফোনের গুরুত্বপূর্ণ তথ্য নিতে পারবে না অপরাধীরা। হালনাগাদটি এত দিন পরীক্ষামূলক (বেটা) পর্যায়ে চালু ছিল এবং জানুয়ারিতেই এটি চলে আসার কথা ছিল। সম্প্রতি পরীক্ষামূলক হালনাগাদের পর অনেকের আইফোন ঠিকভাবে কাজ করছে না। আইফোন বারবার বন্ধ হয়ে আবার চালু হচ্ছে।
আপনি দুর্ভাগ্যবশত এ সমস্যার শিকার হলে আইফোনকে রিকভারি মোডের সাহায্যে আগের সংস্করণে ফিরিয়ে নিতে পারবেন অথবা ফোন চালু থাকলে আইফোনের ‘সেটিংস’ থেকে ‘ফ্যাক্টরি রিসেট’ করে আগের সংস্করণে ফিরে যাওয়া যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post