ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে প্রায় ১ হাজার যাত্রী নিয়ে চলতে থাকা ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেন।
ট্রেনের চালক মো. আবদুল জলিল বলেন, হোম সিগন্যাল পার হওয়ার পর বুঝতে পারি ট্রেনটি স্টেশনে যাচ্ছে না। এ অবস্থায় ট্রেন থামিয়ে দিই। যেখানে থামানো হয় এর ১০০ গজ পর আর রেললাইন ছিল না। আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী বলেন, উন্নয়ন কাজ চলমান থাকায় আমাদের এখানে হাতে সিগন্যাল দিতে হয় ও পয়েন্ট মিলাতে হয়।
ঢাকা মেইল ট্রেনের পয়েন্ট মেলাতে ভুল হওয়ায় স্টেশনে না গিয়ে অন্যদিকে চলে যায়। যেদিকে ট্রেনটি যায় সেদিকে ছিল ব্লক লাইন। এর পর আর কোনো লাইন ছিল না। এ অবস্থায় ট্রেনটি পিছিয়ে স্টেশনে এনে ঢাকার উদ্দেশে চালানো হয়।
ট্রেন যাত্রী কামাল আহমেদ জনি জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মেইল ট্রেনটি ভোর সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশন প্রবেশ করছিল। এটি স্টেশনে প্রবেশ না করে লোকোশেডের দিকে চলে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন থামিয়ে দেন।
এ কারণে ট্রেনটি ছাড়তে প্রায় দেড় ঘণ্টা দেরি হয়। মূলত লাইন সংযোগের ভুলেই এ সমস্যা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post