কুয়েতের শহর, গ্রাম, বাণিজ্যিক এলাকা থেকে শুরু করে মরুভূমির প্রত্যন্ত অঞ্চলেও মোবাইল ব্যবসায় আধিপত্য দেখাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ভারত, মিশরের নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন নতুন কৌশল অবলম্বন করছেন তারা। এখন অন্য দেশের প্রবাসী ব্যসায়ীরা বাংলাদেশিদের অনুসরণ করছে।
কুয়েতে বিভিন্ন দেশের প্রবাসী অধ্যুষিত এলাকায় এসব দোকানের মালিক এক সময় বেশির ভাগ ছিল মিশর, ভারত ও পাকিস্তানি প্রবাসীদের দখলে। দীর্ঘদিন ধরে এই সেক্টরে বাংলাদেশিরা কেবল কাজ করতেন। এখন কম পুঁজিতে সহজেই ব্যবসা করার সুবিধা থাকায় সেখান থেকে দক্ষতা অর্জন করে বেশ কয়েক বছর থেকে মোবাইল ব্যবসায় ঝুঁকছেন বাংলাদেশিরাও।
কুয়েত সিটি, ফরওয়ানিয়া, জিলিব, জাহরা, সালমিয়া, খাইতানসহ দেশটির বিভিন্ন শহরে মোবাইলের দোকানে নজর রাখলেই প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা চোখে পড়ার মত। বর্তমানে এই ব্যবসায় তাদের প্রথম প্রতিদ্বন্দ্বী ভারত ও মিশরের নাগরিকরা। প্রবাসীরা জানান, কুয়েতে এসে তারা অনেকেই প্রথমে অনেক কষ্ট করেছেন। মোবাইলের দোকানে পার্টটাইম কাজসহ বিভিন্ন যায়গাতেই কাজ করেছেন।
তবে এখন নিজেরেই হয়েছেন দোকানি। তাদের মতে, পুঁজি আর স্থানীয়দের সহযোগিতা পেলে কুয়েতে যে কোন ব্যবসায় সফল হওয়া সম্ভব। এই আধিপত্য ধরে রাখতে টেকনিক্যাল কাজে আরও জনশক্তি প্রয়োজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post