সোমালিয়া উপকূলের কাছে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ‘এমভি লিলা নরফোক’ নামের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জাহাজটিতে ১৫ জন ভারতীয় ক্রু ছিলেন।
ভারতীয় নৌ বাহিনী এ ঘটনা নিবিড়ভাবে পর্যন্তবেক্ষণ করছে। আজ শুক্রবার ভারতীয় সামরিক কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর ভারতীয় বাহিনী যুদ্ধজাহাজ নিয়ে ঘটনা পর্যবেক্ষণ করছে। ক্রুদের সঙ্গে যোগাযোগও করছে। ভারতীয় সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, সন্ধ্যায় ওই জাহাজ ছিনতাইয়ের খবর আসে।
পরিস্থিতি মোকাবিলা করতে ভারতীয় নৌ বাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস চেন্নাই ছিনতাই হওয়া জাহাজের দিকে অগ্রসর হচ্ছে। তবে কারা এ জাহাজ ছিনতাই করেছে তা নিয়ে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post