কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বেপরোয়া আচরণের শিকার হলেন একজন প্রবাসী বাংলাদেশি কর্মী। গাড়ি না ধোয়ার অজুহাতে ওই কর্মকর্তা তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর কুয়েতের ফৌজদারি আদালত ওই কর্মকর্তাকে ৭ বছরের কারাদণ্ড দেয়।
কুয়েতের আপিল আদালতের কাউন্সিলর নাসর সালেম আল-হেইদের নির্দেশনায় এই শাস্তি দেওয়া হয় তাকে। গাড়ি না ধোয়ার অজুহাতে মো. জামাল উদ্দিন (৪১) নামে ওই বাংলাদেশি কর্মীকে বেধড়ক মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।
মো. জামাল উদ্দিনের নিয়োগকর্তার (কফিল) অভিযোগের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। জামাল উদ্দিন ওই কর্মকর্তার বাসায় খণ্ডকালীন (পার্টটাইম) কাজ করতেন।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তির আঘাতে ভুক্তভোগী জামাল স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন। তার শারীরিক কার্যকারিতার অন্তত ৫০ শতাংশ অচল হয়ে পড়েছে। যার ফলে আসামীকে প্রাথমিকভাবে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল ফৌজদারি আদালত।
সূত্র জানায়, আসামীর খালাস চেয়ে তার আইনজীবী আপিল আবেদন করলে উচ্চ আদালত অভিযুক্ত কর্মকর্তার শাস্তি কমিয়ে সাত বছরের কারাদণ্ড দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post