মিয়ানমারের জান্তা সরকার স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছে। এই ঘোষণার আওতায় ৯ হাজার ৬৫২ জন বন্দী মুক্তি পাবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে অভ্যুত্থানের সময় আটক হওয়া এসব বন্দিদের বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মুক্তি দেয় দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রণাধীন সরকার।
সরকারের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশের ৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে তারা বিভিন্ন কারাগারের ৯ হাজার ৬৫২ বন্দির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সাধারণ ক্ষমা পাওয়াদের মধ্যে ১১৪ জন বিদেশি বন্দিও রয়েছে।
বন্দিদের ক্ষমা ঘোষণার ব্যাপারে আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া সরকার। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে আজ জড়ো হয়েছিলেন মুক্তিপ্রাপ্তদের আত্মীয়স্বজনরা।
প্রসঙ্গত, ক্ষমতা গ্রহণের পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি চাপে আছে দেশটির জান্তা সরকার। সম্প্রতি উত্তরাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশটির সামরিক ঘাঁটি ও মিয়ানমারের সঙ্গে চীনের বাণিজ্যপথের উল্লেখযোগ্য অংশ দখল করে নিয়েছে। এদিকে বিদ্রোহী আরাকান আর্মি চলতি সপ্তাহের মধ্যেই মিয়ানমারের চিন রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে জান্তাবাহিনীকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post