যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত প্রবাসী বাংলাদেশি শেখ আবির হোসেনের পরিবারের জন্য তিনদিনে প্রায় ৮৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিশ্বের মানুষ। টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা শেখ আবিরের পরিবারের জন্য ‘গো ফান্ড মি’তে অ্যাকাউন্ট খুলেছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সারা বিশ্বের ১ হাজার ৮০০ মানুষ তার পরিবারের জন্য প্রায় ৭৭ হাজার ডলার বা ৮৫ লাখ টাকা অনুদান দিয়েছেন।
লামার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রকিবুল ইসলাম এই অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিলেন। সহকর্মী আবির সম্পর্কে তিনি বলেন, আবির পরিচিত-অপরিচিত সবার জন্য সব সময় পজিটিভ চিন্তা করতেন। সহযোগিতা করার চেষ্টা করতেন।
বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো ছাত্র এলে সহযোগিতা করতেন। এজন্য তার প্রতিদান দিয়েছে মানুষ, নাম না জানিয়ে অনেকে হাজার ডলার পর্যন্ত অনুদান দিয়েছেন। আবিরের প্রতি সারা বিশ্বের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তা অভাবিত।
তহবিলে টাকা জমা পড়ার বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শেখ আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদার বলেন, মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। কিন্তু স্বামীকে আর ফিরিয়ে আনা যাবে না। এর আগে গত শুক্রবার টেক্সাসের বিউমন্টের একটি দোকানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শেখ আবির হোসেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post