ওমানে স্বাস্থ্যসুরক্ষাবিধি মেনে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান চালু করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় প্রায় একমাস বন্ধ থাকার পর বুধবার (২৯ এপ্রিল) পুনরায় চালু হয় প্রায় ৪০ ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান। দেশটির অর্থনীতিকে সচল রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। নতুন এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ওমান নাগরিক ও প্রবাসীদের মাঝে।
ওমান নিউজ এজেন্সির সাক্ষাতকারে ওমানি নাগরিক এবং প্রবাসীরা জানান, দীর্ঘদিন লকডাউনের কারণে তাদের ব্যবসায় ও দৈনন্দিন জীবনের নানা সমস্যা তৈরি হচ্ছিল। তবে দেশটির উচ্চ কমিটির এমন সিদ্ধান্তে স্বস্তি ফিরে পেয়েছেন তারা। এই সিদ্ধান্তের কারণে তাদের প্রাথমিক চাহিদা মেটাতে পারছে। অনেকদিন বন্ধ থাকায় তাদের অনেকের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস শেষ হয়ে গিয়েছিলো। যা এবার ক্রয় করতে পারবে বলেও জানান তারা।
তবে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও দোকান খোলা থাকলেও প্রত্যেক গ্রাহককে বাজারে প্রবেশ করার জন্য সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়াও করোনাভাইরাসের সংক্রামণ যেনো বৃদ্ধি না পায় তাই সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই নির্দেশ না মানলে সেই প্রতিষ্ঠান বা ব্যক্তির উপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দিয়েছে সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post