বছর শুরুর আগেই যুক্তরাজ্য প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আরম্ভ হয়েছে। জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন অনুষ্ঠানেই উদ্বোধন করা হয় এ কার্যক্রম। ই-পাসপোর্ট কার্যক্রম চালুর আড়াই মাসের মধ্যেই জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমেও অন্তর্ভুক্ত হলেন যুক্তরাজ্য প্রবাসীরা।
শনিবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করা হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবশেষ লন্ডন সফরের প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমও চালু হয়। আর বহুল প্রতীক্ষিত এই দাবি বাস্তবায়ন হওয়ায় উচ্ছ্বসিত প্রবাসীরা।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করা হয়েছে বলে জানান যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। এসময় যুক্তরাজ্যের মূলধারার রাজনীতি ছাড়াও বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন হাইকমিশনার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post