কাতারে বাংলাদেশিদের বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের মধ্যে সেতুবন্ধন সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ স্কুল ও দূতাবাসের উদ্যোগে লাখো শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চার দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এসময় দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। আল আমিন খান ও মায়া চৌধুরীর যৌথ পরিচালনায় কাতারের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাতারের এক টুকরো বাংলাদেশের দেখা পেয়ে খুশি আগত দর্শনার্থীরাও। ঘর সাজানো সামগ্রী, দেশীয় পিঠাপুলি, জামদানি, নকশিকাঁথা, থ্রি পিস, বাচ্চাদের পোশাক, রেডিমেট গার্মেন্টসসহ বিভিন্ন দোকানের পসরা সাজিয়ে বসেন প্রবাসী বাংলাদেশিরা।
প্রতিদিন এ মেলায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফ্যাশন শো, নৃত্য, ম্যাজিক শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। ভবিষ্যতে বৃহৎ পরিসরে এ মেলা করার কথা জানান রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post