আগামী অক্টোবর থেকে ঢাকা টু মাস্কাট নিয়মিত ফ্লাইট চালু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সপ্তাহে তিনটি ফ্লাইট ঢাকা থেকে মাস্কাট এবং মাস্কাট থেকে ঢাকা, চিটাগাং ও সিলেট রুটে পরিচালনা করার কথা জানিয়েছে বিমান। আজ প্রবাস টাইমকে এই তথ্য জানিয়েছেন বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী মাস থেকে সপ্তাহের প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিনদিন ঢাকা থেকে মাস্কাটের উদ্দেশ্যে বিমানের ফ্লাইট পরিচালনার কথা জানান এই কর্মকর্তা। যাত্রী সংখ্যা কম থাকায় আপাতত বিমানের ছোট বোয়িং ৭৩৭ দিয়েই ফ্লাইট পরিচালনা করবে বিমান।
আরো পড়ুনঃ ভারত থেকে ভ্যাকসিন নিবে ওমান
বিমানের এই কর্মকর্তা আরো জানান, এই মুহূর্তে শুধুমাত্র ঢাকা থেকে ওমানের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনা করলেও ওমান থেকে শনি ও মঙ্গলবার মাস্কাট টু চিটাগাং টু ঢাকা এবং বৃহস্পতিবার মাস্কাট টু সিলেট টু ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। আগামী মাস থেকে বিমান চলাচল স্বাভাবিক হলেও দেশ থেকে পুনরায় ওমান কারা যেতে পারবেন, এ ব্যাপারে এখনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি ওমান সরকার। তবে চলতি মাসেই ওমান সরকার থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
এদিকে চলতি মাসে ওমান থেকে আরো ২ টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। আগামীকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় ৪১৯ জন যাত্রী নিয়ে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানের একটি বিশেষ ফ্লাইট ছেড়ে আসবে এবং আগামী ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে দশটায় আরো একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এই দুইটি বিশেষ ফ্লাইট ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বিশেষ ফ্লাইটের প্রতিটি ইকোনমি ক্লাস টিকিট বিক্রি হচ্ছে ১৫১ রিয়াল এবং বিজনেস ক্লাস ১৭১ রিয়াল করে। প্রতিটি টিকেটের বিপরীতে একজন যাত্রী ৪০ + ৭ কেজি মাল বহন পারবেন বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post