ওমানের বেশ কয়েকটি বাজার পরিদর্শন করেছেন দেশটির জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের চেয়ারম্যান সুলায়ম বিন আলী আল হিকমানি। মঙ্গলবার কর্তৃপক্ষ অনলাইনে জারি করা একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, ওমানের মুসান্দাম অঞ্চলের বেশ কিছু বাজার পরিদর্শন করেন তিনি। বাজারের পরিস্থিতি এবং ভোক্তা অধিকার সংরক্ষণের দেওয়া নির্দেশনা মেনে চলছেন কিনা ব্যবসায়ীরা এইসব ব্যাপারে তিনি এই পরিদর্শন করেন বলে জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
সেইসাথে ওমানের ডিব্বা ও কাসাব অঞ্চলের ও বেশকিছু বাজার পরিদর্শন করেন। অত্র অঞ্চলের বেশকিছু বাজারের বিরুদ্ধে গ্রাহকদের সাথে প্রতারণা করছে কিছু ব্যবসায়ী এমন অভিযোগের ভিত্তিতেই মূলত তিনি পরিদর্শনে যান বলে জানানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী কমদামে মানহীন পণ্য এবং অতিরঞ্জিত করে বিভিন্ন পণ্য বিক্রি করছেন বলে এমন অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের বর্তমান পরিস্থিতিতে ভোক্তাদের সাথে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার মানদণ্ড মেনে চলা, দামের তারতম্য না করা ও পণ্যের মানের দিকে মনোযোগ দিয়ে কোনো ধরণের প্রতারণা না করার আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান। সেইসাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের জারি করা আইন ও সিদ্ধান্তগুলি মেনে চলার আহ্বান জানান তিনি।
আরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post