ইন্ডিগোর একটি ফ্লাইটে ভেজিটেবল স্যান্ডউইচে জীবন্ত পোকা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়েছেন এক নারী যাত্রী। ঘটনাটি ঘটেছে গত ২৯ ডিসেম্বর।
দিল্লির বাসিন্দা ও পুষ্টিবিদ খুশবো গুপ্তা দিল্লি থেকে মুম্বাই যেতে গত ২৯ ডিসেম্বর ইন্ডিগোর একটি ফ্লাইটে চড়েন। বিমানের ভেতর তিনি একটি ভেজিটেবল স্যান্ডউইচ কেনেন। ওই স্যান্ডউইচেই জীবন্ত পোকাটি পান তিনি। ইনস্টাগ্রামে ওই স্যান্ডউইচের একটি ভিডিও প্রকাশ করেছেন খুশবো গুপ্তা।
ইন্ডিগোর প্রতি নিজের ক্ষোভ ঝেরে গুপ্তা বলেন, এই বিমান সংস্থাটি যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার বিষয়টি উপেক্ষা করেছে।
তিনি বলেন, ‘স্যান্ডউইচের মান ভালো না হওয়া সত্ত্বেও ফ্লাইট অ্যাটেনডেন্ট ওই স্যান্ডউইচ বিমানের অন্য যাত্রীদেরও দেন। বিমানে শিশু, বৃদ্ধ এবং অন্যান্য যাত্রীরা ছিলেন। কী হবে যদি কেউ সংক্রমণে আক্রান্ত হয়?’
খুশবো গুপ্তা দাবি করেছেন, ইন্ডিগো ফ্লাইটের অ্যাটেনডেন্টকে যখন এ বিষয়টি নিয়ে তিনি অবহিত করেন তখন তাদের প্রতিক্রিয়া পর্যাপ্ত ছিল না।
তিনি আরও জানিয়েছেন, ওই ফ্লাইট অ্যাটেনডেন্ট তখন বলেন স্যান্ডউইচের বদলে তাকে অন্য খাবার দেওয়া হবে। এছাড়া বিষয়টি উচ্চপদস্থ কর্মকর্তাদের অবহিত করা হবেও বলে জানান ফ্লাইট অ্যাটেনডেন্ট। খুশবো বিষয়টি ইনস্টাগ্রামে প্রকাশের পর এ নিয়ে কথা বলেছেন ইন্ডিগোর একজন মুখপাত্র।
তিনি জানিয়েছেন, স্যান্ডউইচে জীবন্ত পোকা পাওয়ার বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেটি যাত্রীদের প্রদান করা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post