মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে ২৫২ জন বাংলাদেশিসহ মোট ৫৬৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এই অভিযানে অংশ নিয়েছেন দেশটির ৮৫ জন ইমিগ্রেশন অফিসার।
মালয়েশিয়ার সংবাদ মাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আজ (৩০ ডিসেম্বর) স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ১৫ মিনিটে মালয়েশিয়ায় কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ দেশটির জালান বাংসার এলাকার আবদুল্লাহ হুকুম অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে একজন ১ বছর চার মাস বয়সী শিশুসহ ৫৬৭ জন নথিবিহীন বিদেশী নাগরিককে আটক করেছে যার মধ্যে ২৫২ জনই বাংলাদেশি।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক জানান, ১ হাজারেরও বেশি নাগরিককে শনাক্ত করে এর মধ্যে ৫২৮ জন পুরুষ, ৩৮ জন মহিলা এবং ১ জন শিশুকে আটক করা হয়েছে। আটকরা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, নেপাল ও ফিলিপিন্সের নাগরিক। আটক ৫৬৭ জনের মধ্যে ২৫২ জনই বাংলাদেশি নাগরিক। এছাড়াও নেপালের ১৬৩ জন, মিয়ানমারের ৭৫ জন, ইন্দোনেশিয়ার ৭২ জন, ফিলিপিন্সের ৪ জন এবং ভারতের ১ জনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আটকদের কারও কাছেই সঠিক পরিচয়পত্র ছিল না এবং অনেকের কাছে জাল ভ্রমণ ভিসা ছিল। কিছু বন্দী পরিবারসহ আছে। অন্যরা ভিজিট পাস ব্যবহার করে প্রবেশ করেছিল কিন্তু ধারণা করা হচ্ছে। অভিযানের সময় একজন ব্যক্তি দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post