ওমানে জামাতে নামাজ পড়ার কারণে আটজন প্রবাসীকে ২৫ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত
করোনা মহামারীর মধ্যে ওমান সুপ্রিম কমিটির নিষেধাজ্ঞা অমান্য করে জামাতে নামাজ আদায়ের কারণে আটজন প্রবাসীকে ২৫ দিনের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। আজ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ওমানের পাবলিক প্রসিকিউশন (পিপি)।
আরো পড়ুনঃ ওমানে আসতে নতুন নিয়ম জারি করেছে দেশটির সিভিল এভিয়েশন
মামলার বিবরণ দিয়ে পাবলিক প্রসিকিউশন (পিপি) জানিয়েছে যে, ঘটনাটি চলতি বছর মে মাসের দিকে। যখন সুপ্রিম কমিটি ঘোষণা দিয়েছিলো যে, সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত কোনো কাজ ব্যতীত ঘরের বাহিরে বের হওয়া নিষিদ্ধ ছিলো। একই সাথে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছিলো। কিন্তু এই আট ব্যক্তি সুপ্রিম কমিটির সিদ্ধান্ত অমান্য করে সন্ধ্যায় নামাজে উপস্থিত হয়েছিলো। যা সুপ্রিম কমিটির সিদ্ধান্তের লঙ্ঘন। তাদের এই অপরাধের কারণে আজ প্রত্যেককে ২৫ দিন করে কারাদন্ড দিয়েছে আদালত।
আরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post