৩০ জন যাত্রী ও চারজন ক্রু নিয়ে পোলার এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলে অবতরণের সময় ভুল করে বরফ জমা নদীতে অবতরণ করে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে রানওয়ে ভেবে বরফের ওপর বিমানটি অবতরণ করান পাইলট।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই বিমানটি ছিল পোলার এয়ারলাইন্সের এন-২৪ মডেলের। বিমানটি ইয়াকুতিয়া রাজ্যের জারিয়াঙ্কা বিমানবন্দরের পাশে কোলিমা নদীতে নিরাপদে অবতরণ করে।
পূর্ব সাইবেরিয়ান ট্রান্সপোর্ট প্রোসিকিউটরের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “পাইলটের ভুলের কারণে বিমানবন্দরের নিকটবর্তী নদীতে বিমানটি অবতরণ করা হয়।”
ওই বিমানটি বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে রাশিয়ার ইয়াকুটস্ক থেকে ছেড়ে যায়। উত্তর-পূর্বে ১,১০০ কিলোমিটার দূরে জারিয়াঙ্কা বিমানবন্দরে সেটির অবতরণের কথা ছিল।
প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলটের ভুলে এই ঘটনা ঘটেছে। বিমানটিতে ৩০ যাত্রীর পাশাপাশি চারজন ক্রু ছিলেন। বিমানটি নদীর বালুর তীরে অবতরণ করেছিল। বরফের মধ্যে নামায় এটি স্থির হতে অনেকক্ষণ সময় নেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post