মহান বিজয় দিবস উপলক্ষে ওমানে বাংলাদেশি সাবেক শিক্ষার্থীদের সংগঠন এসএসসি ১৯৯৫ এইচএসসি ১৯৯৭ ব্যাচের আয়োজনে এক মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার ওমানের অন্যতম পর্যটন এলাকা সোহারে সাবেক শিক্ষার্থীদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
তাদের এই আয়োজনে ছিলো কেক কাটার উৎসব। পরে সমুদ্র বীচে খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন বন্ধুরা। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিতিত ছিলেন মোহাম্মদ ইউসুফ সিআইপি, আলি আকবর, হাশেম চৌধুরী, ইঞ্জিনিয়ার ইকবাল, সোহেল রানা, সাইমুম, আকাশ, সাইফুল, মতিন সহ আরো অনেকে। প্রবাস জীবনের সকল ব্যস্ততাকে পাশ কাটিয়ে শৈশব-কৈশোরের বন্ধুদের সাথে আনন্দঘন পরিবেশে সময় কাটান তারা।
প্রাইমারির গণ্ডি পেরিয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর শেষ করতে অনেক নাম না জানা মানুষের মত তাদেরও বন্ধুত্ব হয়। কেউবা জীবনের তাগিদে, কেউবা ব্যবসায়িক কারণে দেশ ছেড়ে বিদেশে চলে আসে। তারা বলেন, ওমানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও বন্ধুত্বের মনের মণিকোঠায় একের অপরের জন্য সেই টানটা সবসময় রয়েই গেছে। সবার ব্যস্ততার মধ্যেও একই প্লাটফর্মে দেখা হওয়া এবং একে-অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়েই ছিলো এই আয়োজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post