দুই ছেলে সহ সালালাহ সফরে গেলেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। রাষ্ট্রপ্রধান হওয়ার পর এটিই সুলতানের প্রথম সফর বলে জানাগেছে। সালালার রাজ প্রাসাদ আল হোসনে প্যালেসে তিনি অত্র অঞ্চলের শেখদের সাথে একটি বৈঠক করেছেন। ওমান নিউজ এজেন্সি থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার ওমান নিউজ এজেন্সি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সুলতান হাইথাম বিন তারিক জনগণের মধ্যে অবিচ্ছিন্ন যোগাযোগকে আরও গভীর করার লক্ষ্যে আজ সকালে ধোফার প্রদেশের শেখদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তিনি ওমানের সমৃদ্ধির জন্য উপস্থিত শেখদের নানা নির্দেশনা প্রদান করেন।
আরো পড়ুনঃ যেসব শর্তে ওমান ফিরতে পারবেন আটকেপড়া প্রবাসীরা
বৈঠক উপস্থিত ছিলেন, সুলতানের পুত্র এবং ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব মন্ত্রী সাইয়্যিদ থায়াজিন বিন হাইথাম বিন তারিক আল-সাইদ, সৈয়দ বেল আরব বিন হাইথাম বিন তারিক আল-সাইদ এবং সৈয়দ খালিদ বিন হিলাল বিন সাউদ আল বুসাইদি। এছাড়াও রয়েল কোর্টের মন্ত্রী নসর বিন হামদ আল কিন্দি, রয়্যাল কোর্টের সেক্রেটারি জেনারেল সৈয়দ মোহাম্মদ বিন সুলতান বিন হামুদ আল-বুসাইদী, প্রতিমন্ত্রী ও ধোফার অঞ্চলের ডেপুটি গভর্নরসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ওমানের সুলতান হাইথাম বিন তারেক স্থানীয় শেখদের সাথে বৈঠক করছেন সুলতান স্থানীয় শেখদের সাথে বৈঠক করছেন সুলতান দুই পাশে দুই ছেলে সহ সুলতানআরো দেখুনঃ ওমানে ফের ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, বিস্তারিত দেখুন বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post