দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রবাসীদের মধ্যেও উত্তেজনা বিরাজ করছে। কাজের ফাঁকে রুমে, চায়ের দোকানে শুরু হয় নির্বাচন ঘিরে চুলচেরা বিশ্লেষণ। চলছে নানা হিসাবনিকাশ। নির্বাচনের মাঠে সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতামূলক ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন দেখার প্রত্যাশা প্রবাসীদের। মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের রাজনৈতিক সংগঠনের প্রবাসী নেতারা নিজের পছন্দের দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ছুটি নিয়ে দেশে এসেছেন।
প্রবাসীরা বলছেন, দীর্ঘদিন প্রবাসে অবস্থান করার কারণে স্বল্প সময়ের জন্য ছুটিতে এসে অনেকেরই ভোটার হওয়া সময় সুযোগ থাকে না। সে কারণে জনসংযোগ, সভা-সেমিনারে অংশগ্রহণ করতে দেখা গেলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় ভোট দেওয়ার স্বাদ মিটবে না তাদের অনেকের। ছুটিতে আসা প্রবাসীরা দ্রুত সময়ের মধ্যে এনআইডি সেবা দেওয়ার দাবি জানান।
দেশের বাইরে বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী থাকেন, যাদের বেশির ভাগই থাকেন মধ্যপ্রাচ্যে। রিজার্ভ বৃদ্ধি ও রেমিট্যান্স বাড়াতে হলে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, বিমানবন্দরে হয়রানি বন্ধ, মৃত প্রবাসীর মরদেহ সরকারি খরচে দেশে আনা জরুরী। এছাড়া অন্যান্য সমস্যা-সম্ভাবনার কথা তুলে ধরতে প্রবাসীদের মধ্য থেকে জাতীয় সংসদে সংরক্ষিত আসন রাখাও জরুরি বলে মনে করছেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post