বিদেশিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম— ২০২৪ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র -সিআইসি সোমবার এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে, বিশ্বের সকল মুসল্লিরা তাদের পরিবারসহ এখন নুসুক অ্যাপের মাধ্যমে ১৪৪৫ বা ২০২৪ সালের হজের জন্য নিবন্ধন করতে পারবেন।
হজের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের মানুষ নুসুক হজ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে নুসুক অ্যাপের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। নুসুক অ্যাপে হজের যাবতীয় সবকিছু রয়েছে। যার তত্ত্বাবধান করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখানে হজ পালনে আগ্রহী ব্যক্তিরা নির্দিষ্ট সেবা প্রদানকারী সংস্থার বিভিন্ন প্যাকেজও খুঁজে পাবেন।
যারা হজে পালনে আগ্রহী তাদের নুসুক অ্যাপে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর নিবন্ধনের প্রথম ধাপে নিজ দেশ সিলেক্ট করতে হবে। করোনা মহামারি পরবর্তী সময়ে ২০২৩ সালে প্রথমবারের মতো কোনো বাধা ও স্বাস্থ্যগত নিয়ম-নীতি ছাড়াই হজ অনুষ্ঠিত হয়। এবারও সেই ধারাবাহিকতা থাকছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post