পর্যটন খাতের উন্নয়নে বিশ্বের বিভিন্ন দেশ ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা চালু করেছে। এবার প্রায় একই ধরনের উদ্যোগ নিয়েছে তুরস্ক।
ভ্রমণের উদ্দেশে সৌদি আরবসহ ছয়টি দেশের নাগরিকদের তুরস্কে প্রবেশের জন্য ভিসার প্রয়োজন হবে না বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির সরকার। শনিবার (২৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের সাধারণ পাসপোর্টধারী নাগরিকদের ভিসা ছাড় দেয়ার সিদ্ধান্ত জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুক্রবার (২২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত জারি করা হয়, যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে শনিবার (২৩ ডিসেম্বর) ।
তুরস্কের নতুন ঘোষণার ফলে উল্লেখিত ছয় দেশের নাগরিকরা ভিসা ছাড়াই প্রতি ১৮০ দিনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত তুরস্ক ভ্রমণ করতে পারবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post