সড়ক দুর্ঘটনায় বদিউল আলম নামে ফটিকছড়ির এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদিউল আলম ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মরহুম মোহাম্মদ ইসমাইলের ছেলে।
জানা গেছে, বদিউল আলম আবুধাবী আল-মোল্লা এলাকায় থাকতেন। পেশায় পিকআপ চালক ছিলেন তিনি। মুসাফফাহ থেকে ভাড়া নিয়ে আবুধাবি আসার পথে তার পিকআপকে পেছন থেকে আরেকটি গাড়ি মৃদু আঘাত করে। এ সময় তিনি রাস্তার পাশে গাড়ি থামিয়ে তা দেখতে যান। তখন দ্রুতগতিতে আসা আরেকটি পাকিস্তানি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়।
এতে মাথায় ও বুকে মারাত্মক জখমের ফলে প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুবাই পুলিশ ওই মাইক্রোবাস চালক ও গাড়িটিকে আটক করেছে। নিহতের লাশ বর্তমানে আবুধাবির বানিয়াস মর্গে রয়েছে।
নারায়নহাট ইউপি চেয়ারম্যান আবু জাপর মাহমুদ বলেন, বদিউল আলম ৩০ বছরেরও বেশি সময় ধরে আবুধাবিতে প্রবাসী হিসেবে আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post