হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে নতুন ফিল্টার অপশন যুক্ত হয়েছে। এই অপশন ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের চ্যাটগুলি বিষয়, ব্যক্তি বা গ্রুপ অনুযায়ী আলাদা করতে পারবেন। এই সুবিধাটি ধারাবাহিকভাবে সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে।
এর ফলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে করা চ্যাট বিষয় ও ধরন অনুযায়ী সহজেই আলাদা করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকা ফিল্টার অপশন ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন চ্যাট আলাদা করতে পারবেন। এখন বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করতে পারছেন। পরবর্তী সময়ে অন্য সব ব্যবহারকারীর জন্যও সুবিধাটি চালু করা হবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যাবে।
ওয়েব সংস্করণে হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপরে বিভিন্ন ফিল্টার অপশন দেখা যাবে। এর মধ্যে রয়েছে ‘আনরিড’, ‘কন্টাক্টস’, ‘গ্রুপস’ প্রভৃতি। এসব ফিল্টার অপশনে ক্লিক করলে এ–সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট প্রদর্শিত হবে। যেমন আনরিড ফিল্টার অপশনে ক্লিক করলে যেসব হোয়াটসঅ্যাপ বার্তা পড়া হয়নি, সেগুলো প্রদর্শিত হবে। গ্রুপসে ক্লিক করলে এক জায়গায় সব গ্রুপ চ্যাট প্রদর্শিত হবে।
এদিকে সম্প্রতি স্ট্যাটাস অপশনেও এইচডি মানের ছবি ও ভিডিও পোস্টের সুযোগ চালুর জন্য কাজ শুরু করেছে হোয়াটসঅ্যাপ। প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করার সুযোগ পাচ্ছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post