বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত এক বছরে ১৪০০ কোটি টাকা লোকসান করেছে। এর প্রধান কারণ ডলারের দাম বৃদ্ধি। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন। কুর্মিটোলায় বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সংলাপে এ তথ্য জানান তিনি।
শফিউল আজিম বলেন, গত বছরও আমরা লাভে ছিলাম, এ বছরও লাভে থাকবো। তবে ডলার এক্সচেঞ্জ রেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। যেখানে আগে ১ ডলারের বিপরীতে ৮৫ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে ১১৬ টাকা। এটা বিশ্বব্যাপী ক্রাইসিস। গত অর্থবছরে ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে ১৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ কারণে মুনাফা কম হলেও বিমানে লাভে থাকবে। এ মাসের শেষের দিকে এজিএম হবে, সেখানে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও শফিউল আজিম বলেছেন, ইউরোপে বিমানের কোন রুট না থাকা একটি অপূর্ণতা। তবে এই অপূর্ণতা দূর করার জন্য তারা কাজ করছেন। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post