ফিলিস্তিনদের অধিকার রক্ষায় আরব দেশগুলিকে এগিয়ে আসতে আহ্বান জানালেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বুসাইদী। বৃহস্পতিবার (১০-সেপ্টেম্বর) আরব লিগের ১৫৪তম অধিবেশনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনের “শান্তির ভূমির নীতি” ভিত্তিক একটি সমাধানের জন্য আরব দেশগুলিকে এগিয়ে আসতে হবে। আল বুসাইদী মধ্য প্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং আরব বিশ্বের সমস্যা ও চ্যালেঞ্জেরে বিষয়ে আরো বলেন, ফিলিস্তিনিদের কিভাবে শান্তিপূর্ণ সমাধান পাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা উচিত।
আরো পড়ুনঃ ওমান সুপ্রিম কমিটির নতুন ঘোষণা
ফিলিস্তিন জনগণের বৈধ অধিকার পাওয়ার জন্য এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পক্ষে সমর্থন দেন মন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে আরব দেশ ও ফিলিস্তিনদের মধ্যে ন্যায়বিচার ও শান্তি অর্জন সম্ভব নয়। শান্তির জন্য ভূমির নীতি এবং ফিলিস্তিনের ভূমি ইজরাইল দখলের অবসান ঘটানো উচিত। বৈঠকে সুদানে বর্তমানে বন্য পরিস্থিতিতে ওমান তাদের সাধ্যমত সাহায্য সহযোগিতা করেছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রী।
ওমানের সব গুরুত্বপূর্ণ সংবাদ দেখুন আমাদের বুলেটিনে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post