ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে রাজেন্দ্র মাহাতো নামে এক ব্যক্তির মৃত্যুর পর তৈরি হয়েছে অদ্ভুত এক পরিস্থিতি। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার দেহ সৎকার করতে নিয়ে যাচ্ছিলেন স্ত্রী। এমন সময় পথ আগলে দাঁড়ান এক মধ্যবয়স্ক নারী। সঙ্গে এক তরুণ ও তরুণী। ওই নারীর দাবি, তিনি ওই শিক্ষকের আসল স্ত্রী এবং তরুণ-তরুণী তার সন্তান। এ নিয়ে শুরু হয় দুই নারীর ‘চুলোচুলি’।
স্থানীয়রা বিষয়টা একরকমের মিটমাট করে দেন। এরপর দৃশ্যপটে হাজির হন আরও এক নারী। তিনি দাবি করেন তিনিই ওই ব্যক্তির প্রথম স্ত্রী। এরপর ওই ব্যক্তির মরদেহ নিয়ে টানাটানি শুরু হয় তিন স্ত্রীর। শেষে পুলিশ এসে মরদেহ তুলে দেয় ওই ব্যক্তির মায়ের হাতে। তবে শব যাত্রায় এক সঙ্গে শামিল হন তিন স্ত্রী।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post