ওমানে বেড়েই চলেছে প্রবাসীদের লাশের সারি। স্বাভাবিক মৃত্যু থেকে সড়ক দুর্ঘটনা কিংবা আত্মহত্যা- প্রায় নিয়মিতই দেশটি থেকে প্রবাসীদের মৃত্যুর খবর ভেসে আসছে। গত কয়েকদিন আগে দুই চট্টগ্রাম প্রবাসী আবদুল মাজিদ ও আবদুল মান্নানের মৃত্যু হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সালাম এয়ারের ফ্লাইটে তাদের লাশ চট্টগ্রামের শাহআমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
মৃত আবদুল মাজিদ চট্টগ্রামের হাটহাজারী থানার মেখল ইউনিয়নের আবদুল হালিমের পুত্র। তিনি হাট-হাজারী সমিতি ওমানের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। অপর প্রবাসী আব্দুল মান্নান একই উপজেলার ফতেপুর ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে। আব্দুল মজিদ গত বুধবার সোহারের কর্মস্থলে স্ট্রোক করে মারা যান। আর আবদুল মান্নানের মৃত্যু হয় সালালার সুলতান কাবুস হাসপাতালে।
নিহত আব্দুল মান্নানের বড় ভাই আব্দুল ওহাব প্রবাস টাইমকে জানান, প্রায় ১২ বছর আগে ওমান পাড়ি জমানো আব্দুল মান্নান ৪ সন্তানের পিতা। সবশেষ ৫ বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে ওমানে যান। একমাত্র আয়ের উৎস প্রবাসী ভাইকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে তাদের পরিবার।
বুধবার রাতে লাশ দেশে পাঠানোর আগে মাসকাটের খোলা হাসপাতালের সামনে আব্দুল মজিদ এবং কাবুস হাসপাতালের সামনে আব্দুল মান্নানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কফিন তৈরিসহ লাশ পাঠানো পর্যন্ত সকল কাজে হাট-হাজারী সমিতি ওমান সার্বক্ষণিক তত্ত্বাবধান করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post