ওমানি নাগরিককে জবাই করে হত্যার অপরাধে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। বুধবার ২৬ বছর বয়সী ইব্রাহিম নামে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রবাসী ইব্রাহিমের বাড়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার কাইমপুর এলাকায়। এর আগে ২০২০ সালের ১১-এপ্রিল ওমানের মাসিরাহ দ্বীপে সাহালম হাদ্দুম নামে এক ওমানিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হন তিনি। পরে চলতি বছর ২৯-জুন ইব্রাহিমকে মৃতদন্ডের রায় দেন আদালত।
আর নিহত ওমানি মাসিরাহ অঞ্চলের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার বাসায় এক বাংলাদেশী মেয়ে গৃহকর্মী হিসেবে দীর্ঘ ৩বছর যাবত কাজ করতেন। এক পর্যায়ে ওই মেয়ের সাথে ইব্রাহিমের অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় রাতেই ওই ওমানির বাসায় যেয়ে কাজের মেয়ের সাথে অনৈতিক সম্পর্ক করতো ইব্রাহিম। ওমানি টের পেয়ে ইব্রাহিমকে পুলিশে দেওয়ার ভয় দেখান।
ঘটনার দিন আনুমানিক রাত ২টার দিকে ফের ওই ওমানির ঘরে হাতেনাতে ধরা পরে অপরাধী। আচমকা তারা দুইজন মিলে ছুরি দিয়ে ওমানি এবং তার স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই ওমানির মৃত্যু হয় এবং আশঙ্কাজনক অবস্থায় ওমানির স্ত্রীকে মাসিরাহ হসপিটালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরেই সবশেষ বুধবার ইব্রাহিমের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post