সাবেক ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার একটি পোশাক প্রত্যাশার চেয়ে ১১ গুণ বেশিতে বিক্রি হয়েছে। কালো রঙের মখমলের তৈরি সান্ধ্য পোশাকটি হলিউডের জুলিয়ানস অকশনসে ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।
রয়টার্স জানায়, নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরিহিত সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড গড়েছে এই ব্যালেরিনা গাউন। জমকালো পোশাকটি এক লাখ ডলারে বিক্রি হতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
প্রিন্সেস ডায়ানার পোশাকটি বেলারিনা স্টাইলের মখমলের তৈরি কালো ও নীল রঙের। কালো রঙের মখমলের জামার মধ্যে সুতার কাজ করা তারার ডিজাইন আছে। আর নীল রঙের স্কার্টের সামনের দিকে একপাশে রয়েছে একটি ফিতাসহ বো। এ পোশাকটি জ্যাক আজাগুরি ফ্যাশন ডিজাইনারের তৈরি।
প্রিন্সেস ডায়ানা ১৯৮৫ সালে প্রথম এ পোশাকটি ইতালির ফ্লোরেন্স শহরে প্রিন্স চার্লসের সঙ্গে একটি রাজকীয় অনুষ্ঠানে পরিধান করেছিলেন। এরপর কানাডার ভ্যানকুভারেও তিনি এ একই পোশাকে ছবি তুলতে গিয়েছিলেন বলে জানিয়েছেন জুলিয়ানস অকশন কোম্পানি। রয়টার্স জানিয়েছে, বেলারিনা স্টাইলের মখমলের প্রিন্সেস ডায়নার পোশাকটি তার আগের নিলামে উঠা সব পোশাকগুলোর রেকর্ড ভেঙেছে। এর আগে ১৯৯১ সালে ডায়ানার মখমলের গাউন নিলামে ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post