প্রাক্তন স্ত্রীর গোপন ছবি এবং ভিডিও দিয়ে ব্লাকমেইল করার দায়ে চট্টগ্রাম থেকে মো. নাছের উদ্দিন নামের একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় পাঁচলাইশ থানার মুরাদপুর মির্জাপুল সড়কের হোটেল জামানের সামনে থেকে তাকে আটক করা হয়।
বুধবার (২০ ডিসেম্বর) র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। আটককৃত মো. নাছের উদ্দিন (৪০) ফটিকছড়ি থানার উখারা ইউনিয়নের মৃত হাফিজুর রহমানের ছেলে।
র্যাব এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানায়, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ওই নারী পেশায় একজন গৃহিনী। তিনি মো. নাছের উদ্দিনকে পারিবারিকভাবে ২০১৮ সালের ২৫ ডিসেম্বর বিয়ে করেন। বিয়ের ১ মাস পর জানতে পারেন তার স্বামীর আরো একজন স্ত্রী আছে ।
পরে এ বিষয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হলে সে স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়ি চলে যায়। এরমধ্যে মো. নাছের উদ্দিন ২০১৯ সালে ওমান চলে যায়। ওই নারীর সাথে ইমুতে যোগাযোগ রাখে এবং ২০২১ সালে দেশে ফিরে তার সাথে আবারও সংসার শুরু করেন। সাংসারিক জীবন যাপনের মাধ্যমে মো. নাছের উদ্দিন কৌশলে স্বামী-স্ত্রী শারিরীক সম্পর্ক স্থাপনের নগ্ন ছবি এবং ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে।
২০২১ সালে সাংসারিক অমিল এবং শারিরীক নির্যাতনের জন্য বাধ্য হয়ে আদালতের মাধ্যমে তালাক দেয়। সে আবারও ওমান চলে য়ায়। তাকে তালাক দেওয়ায় সে একটি ভুয়া ফেসবুক একাউন্ট খুলে সেখানে ভিকটিমের বিভিন্ন ব্যক্তিগত মুহুর্তের ছবি ও ভিডিও পোস্ট করে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
এছাড়াও সে ভিকটিমকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং টাকা দাবী করে। পরে ভিকটিম পাঁচলাইশ মডেল থানায় জিডি করেন। সে শারীরিক ও মানসিকভাবে ভেঙ্গে পড়ে এ বিষয়ে র্যাবের কাছে অভিযোগ দাখিল করে।
র্যাব আরও জানায়, মো.নাছের উদ্দিন ভিকটিমকে জানায় সে নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর মির্জাপুল সড়কের হোটেল জামানের সামনে আছে। নগ্ন ছবি ও ভিডিও ডিলিট করার জন্য ভিকটিমকে ২০ হাজার টাকা নিয়ে সেখানে আসতে বলে। ভিকটিম তাৎক্ষনিক বিষয়টি র্যাবকে অবগত করে । পরে র্যাবের একটি আভিযানিক দল (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
ভুক্তভোগীকে সামাজিকভাবে হেয় করার জন্য তার নামে ভুয়া ফেসবুক একাউন্ট খুলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ায় আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সময় তার মোবাইল তল্লাশি করে ভিকটিমের ৮ কপি ব্যক্তিগত ছবি পাওয়া গেছে। আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post