নীলফামারীর কিশোরগঞ্জে চিতা বাঘের আক্রমণের শিকার হয়েছেন শিশুসহ চার জন। এসময় স্থানীয়দের লাঠির আঘাতে মৃত্যু হয় বাঘটির। বুধবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাগুড়া ইউনিয়নের ক্যানেল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
বাঘের আক্রমণে আহতরা হলেন, নায়েব আলী (৪৫), ফেরদৌস আলম (৩৫), বুলেট (৩২) এবং জান্নাতুল (৯)। তারা সবাই মাগুরা ক্যানেল ব্রিজ এলাকার বাসিন্দা। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ গাছে একটি বাঘ দেখতে পান তারা। পরে লোকসমাগম দেখে বাঘটি আরও উচু গাছে উঠে পড়লে এলাকাবাসী বিভিন্ন উপায়ে গাছ থেকে বাঘটিকে নামাতে চেষ্টা করেন। এসময় এটির আক্রমণে শিশুসহ চার আহত হন।
তাদের অভিযোগ, জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়েও সাড়া পাওয়া যায়নি। কোনো সহযোগিতা না পেয়ে এক পর্যায়ে লাঠি, ছুরিসহ দেশীয় অস্ত্রের আঘাতে বাঘটিকে মেরে ফেলা হয়।
বাঘের আক্রমণের শিকার নায়েব আলী বলেন, গাছ থেকে বাঘটি হঠাৎ লাফ দিয়ে নেমে এসে আক্রমণ করে। এ সময় হাতে থাকা কোদাল দিয়ে প্রতিহত করতে চাইলে ডান হাতে কামড় দিয়ে পাশে আরেকজনকে আক্রমণ করে।
আক্রমণের শিকার ফেরদৌস আলম বলেন, বাঘটি গাছ থেকে লাফ দিয়ে প্রথমে নায়েব আলীকে আক্রমণ করে তারপর আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। পরে আমার মাথায় ও হাতে কামড় দিয়ে বুলেট নামে এক ব্যক্তির দুই হাতে কামড় বসায়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শওকত আলী জানান, বাঘের আক্রমণে আহত মোট চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post