সোমবার সান ফ্রান্সিসকোর ফেডারেল আদালতে প্রকাশিত অ্যান্টিট্রাস্ট নিষ্পত্তির শর্ত অনুযায়ী গুগল প্লে স্টোর সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তিতে ৭০ কোটি ডলার প্রদান করবে। পাশাপাশি প্লে স্টোরে আরও বেশি প্রতিযোগিতা বাড়ানোর শর্ত মেনে নিয়েছে সার্চ জায়ান্ট গুগল।
গুগল জানিয়েছে, গ্রাহকদের জন্য একটি সেটেলমেন্ট ফান্ডে ৬৩০ মিলিয়ন ডলার এবং রাষ্ট্রগুলোর দ্বারা ব্যবহৃত একটি তহবিলে ৭০ মিলিয়ন ডলার প্রদান করবে গুগল। যুক্তরাষ্ট্রের ৫০ অঙ্গরাজ্য, ওয়াশিংটন ডিসি, পুয়ের্তো রিকো ও ভার্জিন আইল্যান্ড যোগ দেয় এই মীমাংসায়।
অ্যান্ড্রয়েড ডিভাইসে অ্যাপ বিতরণে বেআইনি বিধিনিষেধ এবং ইন-অ্যাপ লেনদেনের জন্য অপ্রয়োজনীয় ফি দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ ওঠে গুগলের বিরুদ্ধে। যদিও অন্যায়ের কথা স্বীকার করেনি গুগল।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে, গুগল অ্যাপ ও গেইম নির্মাতাদের ক্ষমতা প্রসারিত করতে তাদের গ্রাহকদের জন্য প্লে স্টোরে থাকা বিলিং ব্যবস্থার পাশাপাশি ‘ইন-অ্যাপ’ লেনদেনের অর্থ প্রদানের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি করছে। এ ছাড়াও, এক বছরের ও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে ‘চয়েস বিলিং’ পদ্ধতি চালু করেছে গুগল।
নিষ্পত্তির অংশ হিসেবে, নির্মাতাদের কাছ থেকে ব্যবহারকারীর সরাসরি অ্যাপ ডাউনলোডের পদ্ধতি সহজ হবে বলে জানিয়েছে এই সার্চ জায়ান্ট। এপিক গেইম গুগলের নামে মামলা করেছিল নিষেধাজ্ঞার জন্য, কোনো অর্থদণ্ডের জন্য নয়।
গুগলের সার্চ ও ডিজিটাল বিজ্ঞাপনের বিভিন্ন রেওয়াজকে চ্যালেঞ্জ করা আরও মামলার মুখোমুখি হচ্ছে কোম্পানিটি। তবে, সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে এই প্রযুক্তি জায়ান্ট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post