প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে এখন আর অন্ধভাবে এগোনো যাবে না। আগে থেকেই কর্মীর মর্যাদা, বেতন ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করে তবেই বিদেশে লোক পাঠানো হবে। সোমবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘আমাদের মাথা পিছু রেমিট্যান্স খুবই কম। প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের রেমিট্যান্স বাড়ছে না। মাথাপিছু রেমিট্যান্স কম হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে— আমাদের দক্ষকর্মীর অভাব। আরেকটা কারণ হচ্ছে উপযুক্ত বেতন পাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘‘আমরা একটা মডেল স্থাপন করতে চাই। সেই মডেল হচ্ছে ‘নিয়োগকর্তার খরচ’ মডেল। একজন কর্মীর অভিবাসন ব্যয় পুরোটা নিয়োগকর্তা দেবেন। বোয়েসেল কিছু দেশে কর্মী পাঠাচ্ছে সেখানে এরকম হচ্ছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ায় প্রায় ৭৫ জন কর্মী রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাবেন। তাদেরকে একটি টাকাও খরচ করতে হচ্ছে না।
এক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির খরচ দেবেন নিয়োগকর্তা। এটি একটি মডেল। আমরা যদি এগুলোকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে বাংলাদেশের অভিবাসন ব্যয়ের যে দুর্নাম, আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমাদের ঘরের যে সমস্যা, সেটি দূর করতে পারিনি। এগুলো দূর করতে হলে একসঙ্গে কাজ করতে হবে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post