পরিবেশ রক্ষায় ওমানে হামাদ আল জাফারি নামে এক শিশুকে পুরস্কৃত করেছে দেশটির আল শারকিয়াহ প্রদেশের পরিবেশ বিভাগ। শিশুটি সৈকতে বর্জ্য পরিষ্কার করার একটি ভিডিও আপ করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সেই শিশুটির ভিডিও দেখে তাকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
আরো পড়ুনঃ ওমান ফেরা নিয়ে জটিলতায় প্রবাসীরা
ভিডিওতে দেখা যায়, হামাদ আল জাফারি নামের সেই শিশুটি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষকে অবহিত করছে এবং সকলকে গোলাপ বিতরণ করছে। সেইসাথে শিশুটি সৈকতের বর্জ্য পরিষ্কার করার জন্য সকলকে আহ্বান জানাচ্ছে। শিশুটির বাড়ি ওমানের জালান বানি বু আলি নামক স্থানে। এই শিশুটির কাজকে সম্মান জানিয়ে এবং তার এই কাজে অন্য শিশুরা যেনো উদ্বুদ্ধ হয় সেই জন্যই শিশুটিকে পুরস্কৃত করেছে বলে জানিয়েছে পরিবেশ বিভাগ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post