চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গানসু প্রদেশে সোমবার (১৮ ডিসেম্বর) ভোর রাতে ৬.২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন। ভূমিকম্পটি স্থানীয় সময় রাত ১টার দিকে আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার মাঝরাতের দিকে গানসু প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। তবে চীনা কর্তৃপক্ষ বলছে এ মাত্রা ছিল ৬.২।
ইউএসজিএসের তথ্য অনুসারে, ভূমিকম্পটি লিনক্সিয়া চেংগুয়ানজেনের প্রায় ২৩ মাইল পশ্চিম উত্তর-পশ্চিমে মাটির ৬ মাইলের কিছুটা গভীরে আঘাত হানে। প্রাদেশিক রাজধানী ল্যানঝো ভূমিকম্পের কেন্দ্র থেকে প্রায় ৬০ মাইল দূরে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, ধসে পড়া ভবনের উদ্ধার অভিযান এখনও চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের ভেতরে তল্লাশি চালিয়েছেন, কিন্তু এখনও কোনো জীবিত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ওই এলাকার কিছু অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post