সৌদি আরবে মাদকদ্রব্য বিক্রি ও পাচারের অভিযোগে ৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যরা। জেদ্দা গভর্নরেটের নিরাপত্তা রক্ষা বাহিনীর সদস্যদের টহলে নিষিদ্ধ মাদকদ্রব্য মেথামফেটামিন বা শাবু বিক্রির অপরাধে ৪ জন প্রবাসী বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ৪ বাংলাদেশি ওই মাদকদ্রব্য বিক্রয় কাজে জড়িত থাকার প্রমাণ মেলে, তবে গ্রেফতারকৃতদের বিস্তারিত নাম ঠিকানা জানায়নি সৌদি পুলিশ। নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি সকল ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের পাবলিক প্রসিকিউশনের কাছে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post