মানসিক যন্ত্রণা সইতে না পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এক ওমান প্রবাসী। রোববার (১৭ ডিসেম্বর) সকালে স্থানীয় সময় সকাল ১০ টার দিকে মাস্কাটের গালা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার আগে নিজের আত্মহননের ইঙ্গিত দিয়ে ফেজবুকে পোস্ট দেন তিনি। মৃত প্রবাসী মোহাম্মদ সবুজ ওমানে সেলুনের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত মোহাম্মদ হানিফের বড় ছেলে। ২০২১ সালে পরিবারের অবস্থা বদলাতে সেলুনের কাজ নিয়ে ওমানে আসেন।
ঘটনার কয়েকদিন আগে অন্য এক দালালের প্ররোচনায় সবুজ বাংলাদেশ থেকে ৩ ব্যক্তিকে কর্মী হিসেবে ওমান নিয়ে যান। দালালের আশ্বাসে ভালো কাজের কথায় তাদের ওমান আনলেও কোনো কাজ মিলিয়ে দিতে পারেননি। সে কারণেই ওই ৩ ব্যক্তির আত্মীয়রা সবুজ ও তার পরিবারকে কাজের জন্য চাপ দিতে থাকে। প্রতিনিয়ত সেই মানসিক যন্ত্রণা সইতে না পেরেই গলায় ফাঁস নেন সবুজ।
ওমান প্রবাসীর আত্মহত্যার খবর ছড়াতেই কমিউনিটিতে শোঁকের ছায়া নেমে আসে। গ্রামে থাকা মা জমিলা খাতুনও নিজের ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। ছেলের আকস্মিক বিদায়ে তার জগতজুড়ে এখন কেবলই শূন্যতা আর হাহাকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post