সন্ধ্যা নামলেই ঘরময় মশার উৎপাত। মশার কামড়ে চুলকানি, জ্বালাপোড়া, এমনকি ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের ঝুঁকিও থাকে। মশা তাড়ানোর জন্য আমরা সাধারণত ধুপ, কয়েল, লিকুইড ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু, এই পদ্ধতিগুলি সবসময় কার্যকর হয় না। এছাড়াও, এগুলির ধোঁয়া বা গন্ধ অনেকের কাছে অস্বস্তিকর। কিন্তু, আজ যে গ্যাজেটগুলির কথা বলতে চলেছি তাতে দ্রুত বাড়ি থেকে মশা তাড়াতে পারবেন।
ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে এই মসকুইটো কিলার গ্যাজেটগুলির উপর ৬৯ শতাংশ ছাড় রাখা হয়েছে। মশা তাড়ানোর জন্য এই ধরনের গ্যাজেট যারা কিনতে চাইছেন তাদের জন্য এটা দারুণ সুযোগ। কারণ এত কমে এই প্রথম পাওয়া যাচ্ছে মসকুইটো কিলার মেশিন।
ইলেকট্রনিক LED মশা তাড়ানোর জ্যাপার মেশিন
এই মেশিনের দাম ৩৪৯ টাকা, পোর্টেবেল বাগ লাইট জ্যাপার। বাড়ির যে কোনও জায়গায় লাগিয়ে দিতে পারেন এটি। এতে মশা স্পর্শ করা মাত্রই বিদ্যুৎ শক খেয়ে মারা যাবে। বাড়িতে বাচ্চা-বয়স্ক থাকলে সেখানে ইনস্টল করতে পারেন এই ডিভাইস।
মশা তাড়ানোর LED ল্যাম্প
প্রস্তুতকারী সংস্থার দাবি অনুযায়ী, এটা একটা মশা তাড়ানোর পরিবেশ-বান্ধব ল্যাম্প। এই ডিভাইসে আলো আকৃষ্ট করে মশাদের। তারপর ডিভাইসে আসা মাত্রই ঘূর্ণিঝড়ের মুখে পড়ে মশাগুলি। অল্প সময়ের মধ্যে মশা-মুক্ত পরিবেশ পাবেন। এই গ্যাজেটের দাম ৪৯৮ টাকা।
মশা তাড়ানোর LED মেশিন
LED মশা তাড়ানোর পরিবেশ-বান্ধব মেশিন এটি। এতে একটি ট্র্যাপ ল্যাম্প রয়েছে। স্ক্রিন সুরক্ষিত রাখার সুবিধাও রয়েছে। চার্জ করার জন্য মিলবে USB কেবিল। ঘরের ভিতর উড়তে থাকা মশাকে ফাঁদে দিলে দ্রুত খতম করে দেয় মেশিনটি। যার দাম ৫২৮ টাকা।
মশা তাড়ানোর আল্ট্রাভায়োলেট ল্যাম্প
অ্যামাজনে এই মেশিন কিনতে পারবেন ৬৭৯ টাকায়। এটি ব্যবহার করার পর খুব সহজে পরিষ্কার করতে পারবেন। এই আল্ট্রাভায়োলেট ল্যাম্প অনেকটা ব়্যাকেটের মতো দেখতে। দ্রুত মশা তাড়ানোর জন্য বেশ কার্যকর এই রকেট কিলার।
এই মেশিনগুলির অন্যতম সুবিধা হল এগুলি রিচার্জেবেল। বাড়ির যে কোনও জায়গাতেই রেখে দিতে পারেন। মশা ছাড়াও যে কোন পতঙ্গ দ্রুত তাড়াতে পারে। অনলাইনের পাশাপাশি অফলাইনে বিভিন্ন মার্কেটে খোঁজ করলে পাওয়া যাবে এই ধরনের গ্যাজেট।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post