প্রবাসী কর্মীরা উন্নয়নের শক্তি, তাদের অধিকার নিশ্চিত করি। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ ডিসেম্বর) ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিমানবন্দরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রবাসী কর্মীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই তাদের অধিকার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মাসংস্থান মন্ত্রণালয়ের অধিন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষাণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত প্রবাসী কল্যাণ ডেক্সের উদ্যোগে আয়োজিত এই দিবসটি উদযাপন উপলক্ষে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ প্রধান ডেস্কের সামনে এবং আন্তর্জাতিক আগমনের গেইটে যথাক্রমে বিদেশগামী এবং প্রত্যাগত ৫০০ অভিবাসী কর্মীদের ফুলের সংবর্ধনা দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত ঘোষের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডব্লিউএফ কর্তৃক প্রদত্ত টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, ফুল, মগ এবং খাদ্যসামগ্রী বিতরণ করেন।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক (অর্থ ও কল্যাণ) মো. শোয়াইব আহমাদ খান বলেন, দেশের উন্নয়নে অভিবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তিনি আন্তর্জাতিক অভিবাসী দিবসের গুরুত্ব, অভিবাসীদের অধিকার রক্ষা এবং অভিবাসী কর্মী ও তাদের কল্যাণ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সহকারী পরিচালক দেবব্রত ঘোষ জানান, বিশ্বব্যাপী অভিবাসী ও তাদের পরিবারের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের ১৮ ডিসেম্বর ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ ডিসেম্বর, ২০০০ সালে দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়।
মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মে নিযুক্ত থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদিকে ঘিরেই এ দিবসের উৎপত্তি। সে প্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও প্রবাসী কল্যাণ ডেস্কের আয়োজনে অভিবাসী দিবস ২০২৩ পালনের আয়োজন করা হয়েছে।
এই আয়োজনকে সফল করার জন্য সহযোগিতা প্রদান করায় আইওএম, ব্র্যাক, বায়রা, বিএনএসকে, ওয়্যারবি, বিএনডব্লিউএলএ, রামরু, ওকাপ, বিএমডব্লিউএফ দেশি বিদেশি সংস্থার প্রতি ধন্যাবাদ ও কৃতজ্ঞা জ্ঞাপন করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post