ওমানের প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর। আজ (২২ ডিসেম্বর) থেকে সোমবার (২৫ ডিসেম্বর) দেশটির রাজধানী মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সালালাহ ও এর পার্শ্ববর্তী এলাকায় কনস্যুলার সেবা প্রদান করবে। এই সেবা কার্যক্রম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির বলা হয়েছে, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও এমআরপি পাসপোর্ট বিতরণ, কর্মী ভিসা এবং চুক্তিনামা সত্যায়ন সহ বিভিন্ন কনস্যুলার সেবা দিবে দূতাবাস। একইসঙ্গে সেবা নিতে আসা প্রবাসীদের আইনী সহায়তা প্রদান করা হবে। সালালাহ প্লাজা হোটেলে এই কনস্যুলার সেবা দেয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
মেশিন রিডেবল পাসপোর্ট (MRP) রিইস্যু’র ফি :
মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রিইস্যু’র ফি, সাধারণ কর্মীদের জন্য ১২.৭ ওমানি রিয়াল এবং পেশাজীবীদের জন্য ৪২.৪ওমানি রিয়াল।
ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস :
ওয়েবসাইটে অনলাইনে পূরণকরা ই-পাসপোর্ট আবেদনের প্রিন্ট কপি, জাতীয় পরিচয় পত্র, অনলাইন জন্ম নিবন্ধন, পূর্বের এমআরপি পাসপোর্ট ও ওমানের সিভিল আইডি।
ই-পাসপোর্ট আবেদনের ফি
পেশাজীবীদের ই-পাসপোর্ট খরচ:
- ৫ বছরের ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ খরচ ১০০ ও জরুরি ১৫০ ডলার।
- ১০ বছরের জন্য সাধারণ খরচ ১২৫ ও জরুরি ১৭৫ ডলার।
ছাত্র ও কর্মীদের ই-পাসপোর্ট খরচ:
- ৫ বছরের ৪৮ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ খরচ ৩০ ও জরুরি ৪৫ ডলার।
- ১০ বছরের জন্য সাধারণ খরচ ৫০ ও জরুরি ৭৫ ডলার।
আর পেশাজীবী ছাত্র ও কর্মীদের ই-পাসপোর্ট খরচ:
- ৫ বছরের ৬৪ পৃষ্ঠার পাসপোর্টের জন্য সাধারণ খরচ ১৫০ ও জরুরি ২০০ ডলার।
- ১০ বছরের জন্য সাধারণ খরচ ১৭৫ ও জরুরি ২২৫ ডলার।
এছাড়াও দূতাবাসে প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা প্রদান করা হয়। এর মধ্যে অন্যতম হলো সমস্যাগ্রস্ত প্রবাসীদের জন্য পরামর্শ প্রদান। যেকোনো বিষয়ে সমস্যায় পড়লে প্রবাসীরা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন। দূতাবাসের কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। প্রয়োজনে দূতাবাসের সাথে যোগাযোগের ফোন নাম্বার +৯৬৮৯১৯৯৭৮৫২
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post