মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও উন্নত দেশ সৌদি আরব। দেশটির বাসিন্দারা আধুনিক বিশ্বের সকল সুযোগ-সুবিধা ভোগ করেন। কিন্তু এই উন্নতির মাঝেও রয়েছে ব্যতিক্রম। এমনই এক ব্যতিক্রম হলেন মাজিদ আল সাইবানি। তিনি দীর্ঘ ৬৫ বছর ধরে বাস করছেন মক্কা ও মদিনার মধ্যবর্তী অঞ্চল আফিফের ‘আফিফ’ মরুভূমিতে।
সেখানে একাকি বাস করেন তিনি। মাজিদ আধুনিক বিশ্ব থেকে এতটাই দূরে যে— মোবাইল ফোনও চেনেন না। যেখানে এখন তরুণ-বৃদ্ধ সবার হাতেই আছে যোগাযোগের এ ছোট যন্ত্র।
সৌদির টিভি চ্যানেল আল এখবারিয়া তুলে এনেছে তার গল্প। চ্যানেলটির তথ্য অনুযায়ী, রাজধানী রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরের মরুভূমিতে থাকেন তিনি। আফিফের মধ্য দিয়ে যে পাকা রাস্তা রয়েছে সেটি থেকে ৩০ কিলোমিটার দূরে তার বাড়ি। কোনো চাকচিক্য বা চোখ ধাধানো বাড়ি নেই তার। কাপড় দিয়ে তৈরি তাঁবুতেই থাকেন তিনি।
আল এখবারিয়া টিভিকে বৃদ্ধ মাজিদ বলেছেন, ‘১০০ বছর আগে আমার বাবা আমাদের এখানে নিয়ে আসেন। এরপর থেকে এখানেই আছি আমরা।’
فيديو | مواطن.. 65 عاما يفترش الأرض ويلتحف السماء في صحراء عفيف#الإخبارية#نشرة_التاسعة pic.twitter.com/T4JiuBLMlV
— قناة الإخبارية (@alekhbariyatv) December 14, 2023
এক সময় বাবা-মা এবং চার ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। তারা সবাই ইতিমধ্যে মারা গেছেন। এছাড়া তিনি বিয়েও করেননি। ফলে মরুভূমিতে একাকি জীবনই কাটাতে হচ্ছে তাকে।
‘আমার বাবা-মা ও চার ভাই মারা গেছে। তিন বছর আগে শেষজন মারা গেছেন।’ বলেন মাজিদ।
টিভি চ্যানেলটি জানিয়েছে, মাজিদ ওই মরুভূমিতেই জন্ম নিয়েছিলেন এবং সেখানেই বড় হয়েছেন। কঠিন মরুভূমিতে যে তিনি সংগ্রামী জীবন-যাপন করেন, সেটি তার শারীরিক গঠন ও চেহারাতে স্পষ্ট।
মাজিদ জানিয়েছেন,
তিনি বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু অর্থাভাবে সেটি হয়নি। কিন্তু এখন একাকি মনে হয় নিজেকে। তাই কথা বলার মতো একজন সঙ্গী চান তিনি।
টিভি চ্যানেলটির সাংবাদিক যখন মাজিদের সাক্ষাৎকার নিচ্ছিলেন তখন তার নজর ছিল— সাংবাদিকের মোবাইল ফোনের দিকে। বৃদ্ধ মাজিদ জানিয়েছেন, মোবাইল ফোন সম্পর্ক তার ধারণা নেই এবং জানেনও না এটি কিভাবে ব্যবহার করতে হয়। ওই সাংবাদিক যখন মোবাইলে তার ছবি তোলেন তখন বিষয়টি খুব উপভোগ করেন মাজিদ।
মরুভূমিতে বসবাসকারী মাজিদের প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব থাকলেও পবিত্র কোরআন থেকে তিনি শিক্ষা লাভ করেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post