ওমানে চাকরির ক্ষেত্রে নতুন বেশকিছু সেক্টরে ওমানিকরনের পরিকল্পনা করছে দেশটির শ্রম মন্ত্রণালয়। সোমবার ওমানের শ্রম মন্ত্রণালয়ের উপ-সচিব দেশটির বিভিন্ন ব্যাংক ও অর্থ-বিনিময় সংস্থার মানবসম্পদ পরিচালকদের সাথে বৈঠক করেন এ ব্যাপারে। বৈঠকে প্রবাসীদের দেওয়া উপ-কর্মসংস্থান চুক্তি ও দেশটির বিভিন্ন ক্ষেত্রে ওমানিদের চাকরির সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন তিনি।
আরো পড়ুনঃ ওমান ফেরা নিয়ে জটিলতায় প্রবাসীরা
বৈঠক শেষে উপ-সচিব বলেন, বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে সকল সরকারী সংস্থার সাথে সমন্বয় ও সহযোগিতায় মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের তুলনায় ওমানিদের কাজের সুযোগ বাড়াবে। বৈঠকে ওমানি কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং প্রবাসীদের কাছ থেকে দায়িত্ব নেওয়ার জন্য বিভিন্ন সংস্থাকে আহ্বান করা হয়েছে। এছাড়াও ওমানিদের কর্মসংস্থানের জন্য যে সকল সুযোগ-সুবিধা দরকার তা নিজেদের মধ্যে প্রস্তুত করারও আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি। সেইসাথে ওমানের সকল বেসরকারি খাতের কোম্পানিগুলিকে এই প্রক্রিয়াটি দ্রুত করা জন্য তাগিদ দিয়েছে মন্ত্রণালয়।
ওমানের সব গুরুত্বপূর্ণ সংবাদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post