মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন অব্যাহত রাখবে। পাশাপাশি রোহিঙ্গা পুনর্বাসন করতে অন্য দেশগুলোকেও উৎসাহ দেবে। শুক্রবার (১৫ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সুইজারল্যন্ডের জেনেভায় বৈশ্বিক শরণার্থী ফোরামের (জিআরএফ) আয়োজন করা হয়। শরণার্থীদের নিয়ে সবচেয়ে বড় এ সম্মেলনে ২৬টি বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তাতে উঠে এসেছে রোহিঙ্গা সংকটের বিষয়টিও।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ অর্থবছরে যুক্তরাষ্ট্রের ইউএসআরএপির (ইউনাইটেড স্টেটস রিফিউজি অ্যাডমিশন প্রোগ্রাম) আওতায় বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে রোহিঙ্গাদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসন করা হবে। এ ছাড়া ২০২৪ সালে রোহিঙ্গা পুনর্বাসনে অন্য দেশগুলোকে উৎসাহিত করবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে রোহিঙ্গাদের প্রবেশের সুযোগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে বলা হয়েছে, রোহিঙ্গাদের সাক্ষরতা, কারিগরি প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির জন্য সহায়তামূলক বিভিন্ন প্রচেষ্টা চালাবে ওয়াশিংটন। রোহিঙ্গাদের ও আশ্রয়দাতা দেশগুলোর সহায়তায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও সম্পৃক্ত করতে যুক্তরাষ্ট্র কার্যকরভাবে কাজ করবে। এ ছাড়া রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রের মানবিক ও উন্নয়নমূলক সহায়তার মধ্যে অভ্যন্তরীণ সমন্বয় জোরদার করা হবে।
বিশ্বে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। ২০২৩ সালের ডিসেম্বরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের দেওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ১৩ কোটির বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post