গত ফেব্রুয়ারি মাসে ভারতের আহমেদাবাদে খেলার সময় হার্ট অ্যাটাকে মারা যান বসন্ত রাঠৌর। তার এক মাসেরও কম সময়ের মধ্যে, ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে খেলতে খেলতে মাঠেই মৃত্যু হলো এক ভারতীয় ক্রিকেটারের। এমনই এক ঘটনার সাক্ষী হলো ওমান। ভারতীয় বংশোদ্ভূত ওই ক্রিকেটারের নাম ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) ওমানের মাসকাটে একটি অ্যামেচার লিগে এ ঘটনা ঘটে। ধনেশ ভাজাপ্পিলাথ মাধবন ‘সাল ফাইটার্স মিসফা’ দলের হয়ে খেলার সময়ে মাঠেই তার মৃত্যু হয়েছে। সূত্র: আনন্দবাজার
দলটির অধিনায়ক শ্রীজেশ বলেন, শারীরিকভাবে দারুণ ফিট খেলোয়াড় ছিল ধনেশ। আমাদের দলের অন্যতম সেরা অলরাউন্ডার। গত দু’বছর ধরে প্রতি সপ্তাহে শুক্রবারের (১৫ ডিসেম্বর) এই ম্যাচে খেলত। আমরা সাধারণত টেনিস বলে ১৬ ওভারের একটি ম্যাচ খেলি। ও ব্যাট এবং বল দুটোই করেছে। মাঠে নিজের পজিশন নেওয়ার পর হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যায়। ভেবেছিলাম মাথা ঘুরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে ওকে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তারেরা ওকে মৃত বলে ঘোষণা করেন।
এর আগেও এই লিগে মহম্মদ জাফর নামে এক ক্রিকেটারের একই ভাবে মৃত্যু হয়েছিল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post