মার্কিন বিজ্ঞানীরা ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া মানুষের জিন থেকে নতুন অ্যান্টিবায়োটিক তৈরির সম্ভাবনার কথা ঘোষণা করেছেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এই জিন থেকে অ্যান্টিবায়োটিক তৈরির জন্য উপযুক্ত জিন খুঁজে বের করার চেষ্টা করছেন।
পৃথিবীর জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে। এর ফলে ব্যাকটেরিয়া ও ভাইরাস নিজেদের রূপ বদলাচ্ছে এবং মানবদেহে আক্রমণ করছে। যা কখনও কখনও মহামারির রূপ নিচ্ছে। এ ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস মোকাবিলার জন্য কাজ করছে চিকিৎসা বিজ্ঞান। এরই ধারাবাহিকতায় কয়েক হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া মানুষের জিন থেকে অ্যান্টিবায়োটিক তথা প্রতিষেধক তৈরির চেষ্টা করছেন বিজ্ঞানীরা।
মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগিয়ে এখন থেকে ৪০ হাজার বছর আগে বিলুপ্ত হওয়া মানুষ ও প্রাণী থেকে জিন সংগ্রহ করা হবে এবং তা থেকেই তৈরি করা হবে অ্যান্টোবায়োটিক।
সম্প্রতি এ নিয়ে কাজ শুরু করেছে জৈবপ্রকৌশল বিশেষজ্ঞ ও পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সিজার দে লা ফুয়েন্তের তত্ত্বাবধানে একটি গবেষণা দল। তারা এআইকে কাজে লাগিয়ে বিলুপ্ত হওয়া প্রাচীন মানুষ ও বরফ যুগের প্রাণী থেকে প্রোটিন সংগ্রহ করবেন। এক্ষেত্রে তারা বিশেষ করে নিয়ান্ডারথাল ও বরফ যুগের প্রাণী যেমন দৈত্যাকার স্লথ এবং লোমশ ম্যামথের প্রোটিন সংগ্রহ করবেন। নিয়ান্ডারথাল হলো ৪০ হাজার বছর আগে বিলুপ্ত মানুষের একটি প্রজাতি। আর স্লথ ও লোমশ ম্যামথ প্রায় চার লক্ষ বছর আগের প্রাণী।
জৈবপ্রকৌশল বিশেষজ্ঞ সিজার দে লা ফুয়েন্ত সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘বিলুপ্ত প্রাণীর প্রোটিন থেকে অ্যান্টিবায়োটিক তৈরি চিকিৎসা শাস্ত্রের নতুন দ্বার উন্মোচন করবে। অ্যান্টিবায়োটিক তৈরির সময় অনেক প্রয়োজনীয় উপাদান জীবিত প্রাণীর থেকে পাওয়া যায় না।’ এআইয়ের সাহায্যে এসব বাধা অতিক্রম করা সম্ভব হবে বলে জানান সিজার দে লা ফুয়েন্ত।
অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ এমন এক ধরণের ওষুধ যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। এই ওষুধ মানুষ বা পশুর দেহে প্রয়োগ করলে এটি শরীরের ব্যাকটেরিয়া মেরে ফেলে বা বংশবিস্তার রোধের মাধ্যমে রোগ নিরাময় করে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বে প্রতিবছর প্রায় ৫০ লক্ষ মানুষ নতুন ব্যাকটেরিয়ার আক্রমণে মারা যায়। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। নতুন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন অ্যান্টিবায়োটিক তৈরীর প্রয়োজন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post