সৌদি আরবসহ আরব সাগরের তীরবর্তী দেশগুলোতে বাজপাখি পোষা একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাজপাখি নিয়ে খেলা দেখানোর পাশাপাশি, ধনী শেখদের আদিখ্যেতা মাঝে মধ্যেই খবরের শিরোনাম হয়। একই রকম এক শেখের আজব কাণ্ডের খবর সম্প্রতি আবারও আলোচনায় এসেছে।
তাঁর বাড়িতে পোষা ৮০টি বাজপাখির জন্য কিনে ফেললেন বিমানের আশিটি টিকিট। এরকমই একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ওইসব ছবি বেশ পুরনো বলেই জানা যাচ্ছে।
যে বিমান ওই ৮০টি বাজপাখি নিয়ে যাওয়া হয়েছিল সেই বিমানের পাইলটের কাছ থেকে ওই ছবিটি পেয়েছিলেন রেডিট লেনসো নামে এক ব্যক্তি। তিনিই ওই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। লেনসো ওই ছবি পোস্ট করে লিখেছেন, ছবিটি পাঠিয়েছেন আমার ক্যাপ্টেন বন্ধু। সৌদি প্রিন্স তাঁর ৮০টি বাজপাখির জন্য কিনেছিলেন ৮০টি টিকিট।
এন ট্রাভেলের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি ২০১৭ সালের। তাঁর প্রিয় পাখিগুলি যাতে আরামে ভ্রমণ করতে পারে তার জন্য সৌদি প্রিন্স ৮০টি সিট বুক করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে বিমানের সিটে বসে রয়েছে পাখিগুলি। তাদের মাথায় আবার হুড লাগানো।
বিমানে চড়িয়ে এভাবে বাজ পাখি নিয়ে যাওয়া আশ্চর্য মনে হলেও মধ্যপ্রাচ্যে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। সৌদি রাজপরিবারের লোকজনের বাজপাখি পোষা খুবই আম বিষয়। বাজপাখির শিকার এতটাই জনপ্রিয় যে ওইসব পাখি বিদেশেও য়ায়। তাদের আবার পাসপোর্টও রয়েছে। কাতার এয়ারওয়েজে সর্বোচ্চ ৬টি বাজপাখি নেওয়ার অনুমতি দেওয়া হয়। ইত্তেহাদ এয়ারওয়েজে মূল কেবিনেও বাজপাখি নিতে দেওয়া হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post