নানান কর্মসূচি পালনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন, মতিঝিল জেলা বিক্রয় অফিস ও বিমানের সব অভ্যন্তরীণ স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বলাকা ভবন চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এসময় বীর শহীদদের আত্মার শান্তি কামনায় ও দেশের শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং বিমানের উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া সমবেত কণ্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’ শীর্ষক দেশাত্মবোধক গানসহ মুক্তিযুদ্ধভিত্তিক সংগীত পরিবেশন করে বিমান সাংস্কৃতিক দল। এ সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এর আগে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশের সকল অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কয়েকটি রুটের ফ্লাইটের টিকিটে ১৬% ছাড় দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান জানিয়েছিল, ১৬ ডিসেম্বর দেশের সব অভ্যন্তরীণ রুটের টিকিট কাটলে ১৬% ছাড় পাবেন যাত্রীরা। একইদিন চেন্নাই, দিল্লি, কোলকাতা, কাঠমান্ডু, নারিতা, দুবাই, আবুধাবি, ম্যানচেস্টার ও গুয়াঞ্জু রুটের টিকেটেও মিলেছে এ ছাড়।
ছাড় পেতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে টিকেট কাটার সময় BIJOY23BG প্রোমো কোড ব্যবহার করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post