মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ওমান থেকে আরও ২৮৯ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে ফেরত আনা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ওমান এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, আগতরা ওমান থেকে স্বাস্থ্য পরীক্ষার করে এসেছেন। তাদের কারও শরীরে করোনার সংক্রমণ নেই। বিমানবন্দরে তাদের স্ক্রিনিং করা হবে। তাদের দেহের তাপমাত্রা স্বাভাবিক থাকলে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এর আগে, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে একটি বিশেষ ফ্লাইটে ৩৬৬ জন দেশে ফিরেছেন। এছাড়া, ভারতে চিকিৎসার জন্য গিয়ে আটকে পড়া বাংলাদেশিরাও বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন। এদিকে, বিদেশের মাটিতে বিপদে থাকা আরও প্রবাসীদের ফিরিয়ে আনার বিষয়ে সরকার চেষ্টা চালাচ্ছে।
এর আগে গত শুক্রবার (২৫এপ্রিল) ওমান কারাগার থেকে বিশেষ ক্ষমতায় মুক্তি পাওয়া ২৮৯ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত আসেন। ওই দেশটির সরকার একটি বিশেষ ফ্লাইটে তাঁদের দেশে পাঠায়। এ নিয়ে মোট ৩ দফায় মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটি থেকে ৭৫৭ জন বাংলাদেশি ফেরত এলেন।
https://www.youtube.com/watch?v=_2LZqIFmTp4
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post