আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর আত্নসমর্পনের মধ্য দিয়ে বিজয় লাভ করে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে শনিবার সকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে বিজয়ের ৫২ বছরের কর্মসূচি শুরু হয়। জাতীয় স্মৃতিসৌধে প্রথমে রাষ্ট্রপতি এবং পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
দিবসটি উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বিশেষ কর্মসূচী পালন করে ওমানের মাস্কাট দূতাবাস। শনিবার সকালে দূতাবাস প্রাঙ্গণে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। এরপর রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন, বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমানের কর্মকর্তা, খেলোয়াড়েরা ফুল দিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও দূতাবাসের কর্মকর্তারা। সকলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। এ সময় বক্তারা বিজয়ের ৫২ বছর পূর্তিতে দেশে প্রবাসে বাংলাদেশিদের জীবনমানে ব্যাপক উন্নতির কথা তুলে ধরেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post