হটাৎই সৌদিতে ‘দুর্ঘটনায় আগুনে পুড়ে ২০ বাংলাদেশির নিহত’ হওয়ার একটি খবর গত দুই দিন ধরে ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ ও অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হচ্ছে। এসব পোস্টে হাজার হাজার রিয়েকশন পড়েছে। উদ্বেগ ছড়ায় জনমনে, প্রবাসী কর্মীরা মরিয়া হয়ে এ বিষয়ে সঠিক সংবাদ না পেয়ে ঘটনাটি বিশ্বাস করতে আরম্ভ করেন। প্রবাসের মাটিতে এভাবে এতজন স্বদেশিকে হারানোর খবরে কমিউনিটিতে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
জনস্বার্থে এসব পোস্টগুলো নিয়ে অনুসন্ধান শুরু করে প্রবাস টাইম। দেখা যায়, সৌদি আরবে আগুনে ২০ বাংলাদেশি মৃত্যুর ঘটনাটি বেশ পুরোনো। চলতি বছরের গত ২৮ মার্চ ওমরাহ করতে মক্কা যাওয়ার পথে ৪৭ জন যাত্রী নিয়ে একটি বাস দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় ১৮ জন বাংলাদেশি নিহত হন। প্রায় ৮ মাসের এই ঘটনাটিকেই সাম্প্রতিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
আবার ফেসবুকে প্রচারিত কিছু কিছু পোস্টে বলা হচ্ছে কারখানার আগুনে তাদের মৃত্যু হয়েছে। অবশ্য বেশিরভাগ পোস্টে ব্যবহৃত ছবির সঙ্গে সত্যিকার পুরোনো ঘটনার ছবির মিল খুঁজে পাওয়া যায়। তবে দেশি ও সৌদি গণমাধ্যমে আগুনে পুড়ে ২০ জন বাংলাদেশি হতাহতের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post